ডেস্ক রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৪, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কষ্টের আখ এখন গলার কাঁটা

চিনিকলের সরবরাহ নিশ্চিত করতে এক বছর বন্ধ ঘোষণা করা হয়েছে ক্রাশারে আখ মাড়াই। কিন্তু আখ পরিপক্ক হলেও এখন সংগ্রহ শুরু করেনি চিনিকল। এতে বিপদে পড়েছেন চারঘাটের চাষিরা। ক্ষেতে শুকিয়ে পড়ে থাকা আখের কারণে রবি মৌসুমে আবাদের জন্য জমি প্রস্তুত করতে পারছেন না তারা।

২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩১ মে পর্যন্ত ক্রাশারে আখ মাড়াই ও গুড় তৈরিতে সরকারি নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা প্রশাসক। এদিকে আখ কাটার সময় পেরিয়ে যাচ্ছে। অথচ চিনিকল সংগ্রহ শুরু করেনি। কবে করবে তাও জানায়নি। এদিকে, ক্ষেত খালি না থাকায় কৃষি অধিদপ্তর থেকে বিনামূল্যে গম, মসুর, সরিষার বীজ ও সার দেওয়া হলেও সেগুলো ঘরেই পড়ে আছে।

রাজশাহী চিনিকলের আওতায় ৯টি সাবজোন রয়েছে। সবচেয়ে বড় সাবজোন চারঘাট। চিনিকলের মোট আখের ৩০ শতাংশ এখান থেকে সরবরাহ হয়। এ বছর উপজেলায় ১ হাজার ৩৭০ একর জমিতে আখ চাষ হয়েছে। সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ হাজার ৭০০ টন। গত বছর চাষ হয়েছিল ১ হাজার ১৬০ একর জমিতে। লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ৬০০ টন। এ বছর ৭ হাজার টন লক্ষ্যমাত্রা বেড়েছে। গত বছর আখের দাম ২২০ টাকা মণ থাকলেও এবার ২০ টাকা বেড়ে হয়েছে ২৪০ টাকা।

ৱসরেজমিন চারঘাটের মাঠ পরিদর্শন করে দেখা গেছে, অধিকাংশ আখ পরিপক্ব হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েছে। কোথাও মাথাগুলো শুকিয়ে যাচ্ছে। এদিকে চাষিদের মাড়াইয়ে বাধা দেওয়া হলেও গভীর রাতে ভ্যান, নসিমন ও মিনি ট্রাকে আখ নিয়ে যাওয়া হচ্ছে। দিন-রাত সমান তালে কারখানায় ভেজাল গুড় তৈরি করা হচ্ছে।

ঝিকরা এলাকার কৃষক আশরাফুল ইসলাম বলেন, দেড় বিঘা জমিতে আখ চাষ করেছি। সার, কীটনাশক মিলে ১৫ হাজার টাকা খরচ হয়েছে। এখন বিক্রি করতে পারলে ৩৫-৪০ হাজার টাকা দাম পেতাম। চিনিকল কর্তৃপক্ষ আগে বড় চাষিদের আখ নেবে। পরে নেওয়া হবে ক্ষুদ্র চাষিদের। ততদিনে আখ শুকিয়ে অর্ধেক হয়ে যাবে।

রাওথা এলাকার শফিকুল ইসলাম বলেন, নিজের জমিতে ফসল আবাদ করছি। কিন্তু বিক্রি করতে হচ্ছে সরকারের ইচ্ছায়। মাড়াইয়ে নিষেধাজ্ঞা দিয়ে সরকার দেরি করে আখ সংগ্রহ করছে। ক্ষেতে আখ শুকিয়ে যাচ্ছে। অনেক কৃষক বাধ্য হয়ে শীতকালীন ফসল আবাদের জন্য জমি ফাঁকা করতে ব্যবসায়ীদের কাছে কম দামে আখ বিক্রি করছেন। সাধারণ কৃষকের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক গঁওরা এলাকার গুড়ের কারখানা মালিক বলেন, যারা চিটাগুড় আমদানি করছেন, তারাই ভেজালগুড়ের কারখানাগুলো নিয়ন্ত্রণ করেন। তারা বাকিতে চিটাগুড় দেয়। আমরা আখ কিনে রস করে এর সঙ্গে চিটাগুড় ও আরও কিছু রাসায়নিক মিশিয়ে গুড় তৈরি করি। বিক্রির ব্যবস্থা করেন চিটাগুড় আমদানিকারকরা। লাভের বেশির ভাগই যাচ্ছে তাদের পকেটে।

ভারতীয় গুড় আমদানিকারক পরানপুর এলাকায় মজনু আলী বলেন, খাবারের জন্য গুড় আমদানি করি। এই গুড় থেকে ক্রেতারা নতুন গুড় তৈরি করেন। আমরা শুধু বিক্রি করি। কারখানায় গুড় নিয়ে কী করা হয় সেটা দেখার দায়িত্ব আমাদের না।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলার সহকারী পরিচালক মাসুম আলী বলেন, যে কোনো ভেজালের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। চারঘাট-বাঘা এলাকায় একাধিকবার অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরি অপরাধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
কৃষি কর্মকর্তা আল মামুন হাসান বলেন, নভেম্বর মাস শুরুতেই গমের বীজ বপনের উপযুক্ত সময়। যত দেরি হবে প্রতিদিন গড়ে এক কেজি হারে ফলন কমতে থাকবে। ২৯ নভেম্বর চিনিকল চালু হবে। সব জমি ফাঁকা হতে কতদিন সময় নেবে তা স্পষ্ট করে বলা হয়নি। আখের জমি ফাঁকা না হওয়ায় শীতকালীন ফসলের আবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা কমছে। যার প্রভাব পড়বে কৃষিতে।

রাজশাহী চিনিকলের চারঘাট সাবজোন প্রধান রুস্তম আলী বলেন, পরিপক্ব না হলে আখ মাড়াই করে চিনি পাওয়া যায় না। এ জন্য একটা গড় সময় নির্ধারণ করে সংগ্রহের সময় ঠিক করা হয়েছে। চাষিদের কথা ভেবে সংগ্রহের সময় কিছুদিন এগিয়ে আনা হয়েছে। আগামী বছর আরও এগিয়ে আনা হবে। তবে ক্রাশারে আখ মাড়াইয়ে নিষেধাজ্ঞার বিষয়ে আমাদের করণীয় কিছু নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইল মির্জাপুরের সেই ৭ ইটভাটা আবারও গুড়িয়ে দিলো প্রশাসন

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

জামালপুরে ত্রিমুখী সংঘর্ষে চালক ও যাত্রীসহ নিহত ৪

মির্জাপুরে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন সাঈদ সোহরাব

অমৃতের স্বাদ মিটাব বিষ পানে

রবিতে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে যোগ দিলেন রংধনু মডেল স্কুলের শিক্ষার্থীরা

আলভি টেক গ্রুপের মিডিয়া প্রতিষ্ঠানের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

শাহজাদপুরে বিএনপি’র বিশাল জনসভা অনুষ্ঠিত

মির্জাপুরে মাটি ব্যবসায়ীকে দেড়লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে ভয়ংকর পর্নোগ্রাফি চক্র, অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে

১০

আবারো সখিপুরে একই রাতে ৬টি গরু চুরি

১১

বেলকুচিতে নিখোজের তিনদিন পর যমুনা নদী থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

১২

জামালপুরে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী  শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা 

১৩

আগামীকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ

১৪

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত   

১৫

স্মার্ট ফ্যামিলি কার্ড চালুর ব্যর্থতা, টিসিবি আবার ট্রাকসেল শুরু করছেন

১৬

সরাইল উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ ইটভাটা বন্ধ 

১৭

শ্রীপুরে বেড়েছে চুরির উপদ্রব, সজিব জুয়েলার্সের তালা ভেঙে ৫ লাখ টাকার স্বর্ণালংকার চুরি

১৮

মির্জাপুরে স্কুল শিক্ষক বসতবাড়ি আগুনে পুড়ে ছাই

১৯

জামালপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সাপ্তাহিক উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা উদ্বোধন করেন  

২০