গাজীপুরের ভাওয়াল গড়ে বনভূমি উদ্ধার অভিযান চলাকালে হামলার ঘটনার নিন্দা জানিয়েছে সামাজিক সংগঠন ‘ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন’। সংগঠনটি সাবেক আইজিপি বেনজীর আহমেদের আংশিক মালিকানাধীন গাজীপুরের রিসোর্টে অভিযান না চালানোর বিষয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
বুধবার (২৭ নভেম্বর) সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান এবং মহাসচিব রিপন আনসারী এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, “ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকারের যৌথ বাহিনী জবরদখল হওয়া বনভূমি উদ্ধারে অভিযান শুরু করায় আমরা স্বাগত জানাই। তবে অভিযানের সময় দখলদারদের হামলায় সরকারি কর্মকর্তাদের আহত হওয়ার ঘটনা নিন্দনীয়। এই ধরনের ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি।”
সংগঠনটি ক্ষোভ প্রকাশ করে জানায়, গাজীপুরে বনভূমি উদ্ধার অভিযান চললেও সাবেক আইজিপি বেনজীর আহমেদের আংশিক মালিকানাধীন রিসোর্টে দখল হওয়া বনভূমি উদ্ধারে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তারা আরও বলেন, “এই বৈষম্যমূলক আচরণ গ্রহণযোগ্য নয়। অনতিবিলম্বে বেনজীরসহ সব ভূমিদস্যুদের দখল থেকে বনভূমি উদ্ধার করতে হবে।”
উল্লেখ্য, দীর্ঘ ২৫ বছর ধরে ভাওয়ালের বনভূমি রক্ষায় রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছে এই সামাজিক সংগঠন।
মন্তব্য করুন