টঙ্গী গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীবাজারে অবস্থিত টঙ্গী সাব রেজিষ্ট্রী অফিস এর দলিল লিখক ও ষ্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতি’র নব-নির্বাচিত কার্যকরী পরিষদের দায়িত্ব গ্রহণ ২০২৪ইং অনুষ্ঠান গতকাল বুধবার বিকেলে টঙ্গী সাব রেজিষ্ট্রী অফিসে অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে নির্বাচন কমিটির আহবায়ক মোঃ মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: জয়নাল আবেদীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা রেজিষ্ট্রার জনাবা সাবিকুন নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টঙ্গী সাব রেজিষ্ট্রার মো: আবু হেনা মোস্তফা কামাল। এতে আরও বক্তব্য রাখেন, নব নির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন বকুল, সহ সভাপতি হাজী মো: জাহাঙ্গীর আলম, মো: হোসেন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান স্বপন ও এনামুল সরকার, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মো: ওয়াদুদ হোসেন, প্রচার সম্পাদক ফারুক হোসেন, নির্বাহী সদস্য ফারুক হোসেন, আল আমীন মিয়া, কে.এম নজিবুল্লাহ (জনি) প্রমুখ। আলোচনা সভা শেষে সমিতির নব নির্বাচিত কার্যকরী পরিষদের কাছে প্রাক্তন কমিটির প্রতিনিধিরা দায়িত্বভার হস্তান্তর করলে অনুষ্ঠানে সমিতির সকল সদস্যদের উপস্থিতিতে সমিতির দায়িত্বভার গ্রহণ করেন নব নির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন বকুল। এ সময় সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন
মন্তব্য করুন