আমরা জেগে আছি
আজিজ ফকির
আকাশে নীল,
দৃষ্টি সেখানে তাইতো পদধ্বনিতে মিল।
মৃত্যুকবলিত দ্বার
থাক অরণ্য,
থাক না পাহাড়।
ব্যর্থ নোঙর,
নদী হব পার
খুঁটি শিথিল।
আমরা জেগে এসেছি মিছিলে
গর্জে ওঠে মিছিল।
“মহাজন ওরা, আমরা ওদের চিনি
হে ঘাতক নির্বোধ
রক্ত দিয়েই সব ঋণ করো শোধ।
শোনো,
পৃথিবীর মানুষেরা শোনো,
শোনো স্বদেশের ভাই বোন।
অবাক পৃথিবী অবাক করলে তুমি।
জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ
আমি যাই তারি দিন লিখে।
“আঠারো বছর বয়সের নেই ভয়।
পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা।
এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়।
আঠারো বছর বয়স জানে না কাঁদা।
এসেছে নতুন শিশু
তাকে ছেড়ে দিতে হবে স্থান।
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ,
মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে
চলে যেতে হবে আমাদের।
চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ।
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে শিশুর বসবাসযোগ্য ক’রে যাব আমরা।
নবজাতকের কাছে এ আমার আসার অঙ্গীকার।
মন্তব্য করুন