বর্তমান সময়ে আলোচিত ভাইরাল সংবাদের ভিত্তিতে সংবাদকর্মীদের কে কুলাঙ্গার আখ্যা দিয়ে অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি
> বর্তমান সময়ে আলোচিত ভাইরাল একটি সংবাদ(মুহতামিম ও ইমাম) এর লীলা খেলা।
আজিজ ফকির শ্রীপুর,গাজীপুর প্রতিনিধি
গত শনিবার (১৪ ডিসেম্বর ) বিকেলে সরেজমিনে অনুসন্ধানকালে জানা যায়, নোয়াখালীর এক গৃহবধূকে ঝগড়াঝাঁটির পর তার স্বামী তিন তালাক প্রদান করেন। অতঃপর ওই ব্যক্তির স্ত্রী-কে চাচাতো ভাইয়ের নিকট গাজীপুরের শ্রীপুরে পাঠানো হয় বিজ্ঞ আলেমদের সঙ্গে পরামর্শ করার জন্য। পরবর্তীতে চাচাতো ভাই ওই তালাকপ্রাপ্ত নারীকে মুহতামিম ইসমত আলী আশিকী হুজুরের নিকট নিয়ে আসেন ফতোয়া জানার জন্য। পরে আশিকী হুজুর বলেন, এই নারীকে অন্যত্র বিয়ে দেয়া ছাড়া পূর্বের স্বামীর জন্য হালাল হবে না।
“মুহতামিম ও ইমাম” এর লীলা খেলা নিয়ে সত্য নিউজ প্রকাশ করায় গাজীপুরের শ্রীপুরের সাংবাদিক মোজাহিদ ও এস এম জহিরুল ইসলাম এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে মন্তব্য করা হয়।
কতিপয় কিছু অন্ধ ব্যক্তি, ও লেবাসধারী আলেম ইসমত আলী আশেকী’র হয়তো ছাত্র নয়তো আশেকান হয়ে বাজে মন্তব্য করেছেন?
ইতিমধ্যে আপনার প্রিয় শায়েখ এর পাপ ফেসবুক ইউটিউবসহ দেশজুড়ে পরিচিতি লাভ করেছে।
এই নিউজটির সত্য না মিথ্যা এটা ভিডিওতে প্রমান হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ জাতীয় মিডিয়াগুলো প্রচার করেছে।
সাংবাদিকদের কুলা”ঙ্গার সহ টয়লেট টিস্যু পেপার সাংবাদিক পর্যন্ত বলেছেন! তাই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অভিযুক্ত ফতোয়াবাজ ওহ অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাই।
মন্তব্য করুন