বীরখুপি যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।
নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলার শিবপুর থানার সাধারচর ইউনিয়নের বীরখুপি যুব সমাজের উদ্যোগে বাগের স্কুলের দক্ষিণ পাশে অস্থায়ী মাঠে ফুটবল টুর্নামেন্টের বীরকুপি এ টিম বনাম বি টিমের খেলায় বি টিম ২-০ গোল এ জয়লাভ করে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসির খান, সাবেক শিক্ষক পলাশ থানা সদর মডেল উচ্চ বিদ্যালয়।সভাপতিত্ব করেন মোঃ সাদেক খান সাবেক ম্যানেজার, সোনালী ব্যাংক নরসিংদী।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, তৈমুর আলম অপু,আওলাদ হোসেন খান,(আঙ্গুর)সাবেক মেম্বার সাধারচর ইউনিয়ন পরিষদ,জুয়েল খন্দকার, বিশিষ্ট ব্যবসায়ী পলাশ সারকার খানা আরো অনেকে , উক্ত ফুটবল খেলায় সার্বিক পরিচালনায় ছিলেন মাসুদ রুবেল। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন