শ্রীপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে আহত ৭,থানায় পাল্টাপাল্টি অভিযোগ
ব্যুরো প্রধান ঢাকা
গাজীপুর শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে উভয়পক্ষে ৭ জন আহত হয়েছে থানায় পাল্টাপাল্টি অভিযোগ । বৃহস্পতিবার সকালে জমি সংক্রান্ত একটি পুরনো বিতর্কের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল এবং আজ ঘটনাটি সংঘর্ষে পরিণত হয়।
স্থানীয়রা জানান, সংঘর্ষে লাঠি, বাঁশ এবং অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। এতে উভয়পক্ষের ৭ জন গুরুতর আহত হন, যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের মধ্যে ৫ জন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর, ১ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং অপরজনকে ঢাকা একটি হাসপাতালে রেফার করা হয়।
ভুক্তভোগী ইউসুফ কাজী জানান আমাদের পূর্বপুরুষের জমি আমরা বিক্রি করে দেই ,এখন যার নিকট বিক্রি করেছি তাকে জমি বুঝিয়ে দিতে আসলে ইব্রাহিম, খলিলুর রহমান,অন্তু মিয়া,রাসেল,শাকিল তারা বাধা দেন , এবং মারধর করে যখর করেন । এখনো ২ জন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন,১ জন কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
অপর দিকে অভিযুক্ত খলিলুর রহমান মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন তারা পূর্ব প্রস্তুতি নিয়ে লাঠি সোটা নিয়ে উপস্থিত ছিল ইউসুফ কাজী দলবল নিয়ে মারধর করেছে এতে ৪ জন আহত হয়েছে বলে জানিয়েছেন।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, উভয়পক্ষের অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন