ব্রাহ্মণবাড়িয়া সদর পুলিশের হাতে ভুয়া সাংবাদিক আটক।স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ আশিকুর রহমান রনি নামে এক ভুয়া সাংবাদিককে আটক করে জেল হাজতে প্রেরণ করেন। সূত্রেঃ জানাযায়
কুমিল্লা কোতোয়ালি থানাধীন কাপ্তান বাজার, ভাটারপুকুর পাড়ের মৃত্যু দুলাল মিয়ার পুত্র আশিকুর রহমান রনি দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ এলাকায় আট দশ জনের একটি সঙ্গবদ্ধ চক্র তৈরি করে প্রকাশ্যে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, সুযোগে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ করে আসছে। এই ভুয়া সাংবাদিক আশিকুর রহমান রনি প্রাইমারি গন্ডিও পার হয়নি। গ্রামের বাড়ি কুমিল্লায় সবাই চিনে ফেলবে ও সাংবাদিক পরিচয় দিতে পারবে না বিধায়, কাছাকাছি অচেনা জায়গা হিসেবে সহজেই ব্রাহ্মণবাড়িয়াকে বেঁছে নেন। এখান থেকেই জেলার বিভিন্ন অঞ্চলে নানা অপকর্মে লিপ্ত এই প্রতারক ছিনতাইকারি রনি। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, চাঁদাবাজি সহ নারী সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা চলমান। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোঃ মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আশিকুর রহমান রনি নামে এক প্রতারক ভুয়া সাংবাদিককে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তার সাথে জরিত আছেন এমন আরও চক্র থাকতে পারেন, বিষয়টি নিয়ে আমরা আরও গভীর তদন্ত করছি, জরিত সবাইকে আইনের আওতায় আনা হবে। তিনি এসব ভুয়া সাংবাদিক প্রতারককে ধরিয়ে দিতে পেশাদার সাংবাদিকদের কাছেও সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন