মির্জাপুরে স্কুল শিক্ষক বসতবাড়ি আগুনে পুড়ে ছাই
মোঃরুবেল মিয়া, মির্জাপুর টাঙ্গাইল
টাঙ্গাইল মির্জাপুরে ওয়ার্শী ইউনিয়নে মৈশামুড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্কুল শিক্ষক বসতবাড়ির পুড়ে ছাই হয়ে গেছে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার রাত সাড়ে ১০টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মৈশামুড়া উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক উজ্জ্বল মাষ্টারের টিনশেডের বাড়িতে
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের আগুনের সূত্রপাত হয়।
এ সময় আশেপাশের লোকজন এসে পরে প্রায় এক থেকে দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় আগুনে পুড়ে বসতবাড়ি সহ বিপুল পরিমাণ ক্ষত-ক্ষতি হয়।
মন্তব্য করুন