স্মার্ট ফ্যামিলি কার্ড চালুর ব্যর্থতা, টিসিবি আবার ট্রাকসেল শুরু করছেন
চট্টগ্রাম প্রতিনিধি
স্মার্ট ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দিয়েও কার্যক্রম শুরু করতে পারেনি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। জানুয়ারি থেকে পণ্য বিতরণের পরিকল্পনা থাকলেও চট্টগ্রামসহ সারাদেশে স্মার্ট কার্ডগুলো এখনও অ্যাক্টিভ না হওয়ায় পণ্য সরবরাহ ব্যাহত হয়েছে। এতে বিপাকে পড়েছে টিসিবি, আর বঞ্চিত হচ্ছেন সাধারণ ভোক্তারা।
টিসিবি জানায়, স্মার্ট কার্ডের দায়িত্ব স্থানীয় সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের। চট্টগ্রামে মাত্র ১ লাখ ৯৭ হাজার ৯১৫টি স্মার্ট ফ্যামিলি কার্ড তৈরি করা হলেও, তা এখনও কার্যকর হয়নি। টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান মো. শফিকুল ইসলাম বলেন, “কার্ড অ্যাক্টিভ করা আমাদের দায়িত্ব নয়। সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিবদের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু তারা সঠিকভাবে কাজ করতে পারছেন না।”
টিসিবি জানুয়ারির শুরুতে ট্রাকসেল বন্ধ করে দিয়েছিল। তবে স্মার্ট কার্ডের জটিলতা কাটাতে না পারায় ২০ জানুয়ারি থেকে পুনরায় ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিতরণ শুরু করবে।
চট্টগ্রামে আগে ৫ লাখ ৩৫ হাজার ৫০ পরিবার হাতে লেখা ফ্যামিলি কার্ডে পণ্য পেত। কিন্তু স্মার্ট কার্ড চালুর পর এই সংখ্যা কমে এসেছে। টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল কুদ্দুস জানান, “জানুয়ারি মাসের জন্য আপাতত ট্রাকসেল চালু রাখা হচ্ছে, তবে স্মার্ট কার্ড অ্যাক্টিভ করার কাজ দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়েছে।”
স্মার্ট কার্ড চালুর উদ্যোগ শুরু থেকেই জটিলতায় পড়ায় ভোক্তাদের ভোগান্তি বাড়ছে। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক মনোযোগ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মন্তব্য করুন