শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত
সিরাজগঞ্জ প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন করেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আজ রবিবার সকালে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
বেলা সাড়ে ১১টায় উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বেলা ২টায় শাহজাদপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় ও নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক তোতা, পৌর বিএনপি’র সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম রাজা, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী সহ দলীয় ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।
মন্তব্য করুন