আবারো সখিপুরে একই রাতে ৬টি গরু চুরি
মির্জাপুর টাঙ্গাইল।
টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতাইয়া রাজাবাড়ি ইউনিয়নে এক রাতে দুটি বাড়িতে থেকে গরু চুরির খবর পাওয়া গেছে।
সোমবার (২০ জানুয়ারি)গত রবিবার দিবাগত রাতে উপজেলার হাতাইয়া রাজাবাড়ি ইউনিয়নের গাবরা চালা এলাকায় চুরির ঘটনা ঘটে।
স্থানীয় প্রতিবেশী ও গরুর মালিক আজিজুল ইসলাম ও হায়েত আলী সাথে কথা বলে জানা যায় , ভোরবেলা আজিজুল ইসলামের চিৎকার শুনে এসে দেখে দুই বাড়ির সব গরু চুরি হয়ে গেছে।
ঘটনার বিবরণে জানা যায় ছোট-বড় মিলিয়ে দুইজনের ৬টি গরু দূর্বৃত্তরা নিয়ে গেছে।এই ঘটনায় পরিবার গুলোর প্রায় ৮লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
বোয়ালী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম বদরুল আলম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন