রবিতে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে যোগ দিলেন রংধনু মডেল স্কুলের শিক্ষার্থীরা
সিরাজগঞ্জ প্রতিনিধি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দিয়েছে রংধনু মডেল স্কুলের শিক্ষার্থীরাও
সিরাজগঞ্জ শাহজাদপুরে দীর্ঘ আট বছর আগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও এখন পর্যন্তও ক্যাম্পাস নির্মাণের কোন ধরনের কাজ শুরু হয়নি। কবে হবে তারও কোনো ঠিক নেই। তাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছে। তাদের দাবি যৌক্তিক হওয়ায় শাহজাদপুরের মানুষ তাদের সাথে একাত্মতা পোষণ করেছে।
২৭শে জানুয়ারি, সোমবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্থায়ী ক্যাম্পাস দাবির আন্দোলনের রংধন মডেল স্কুলের শিক্ষার্থীরাও একাত্মতা পোষণ করে তাদের আন্দোলনে যোগ দেয়। এ সময় রংধনু মডেল স্কুলের শিক্ষার্থী মোঃ রাহাত হোসেন আমাদেরকে জানান এটি শাহজাদপুরের মানুষের প্রাণের দাবি। এটি শুধু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি নয়। তাই আমরা শাহজাদপুরবাসীর পক্ষ থেকে রংধনু মডেল স্কুলের শিক্ষার্থীরা এসেছি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দাবিতে আন্দোলনে যোগ দিতে। আমরা চাই খুব দ্রুত যেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়।
এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম হাসান তালুকদার জানান, শিক্ষার্থীদের আন্দোলন যৌত্তিক। আট বছর ধরে কোন কাজ হয় নাই। তিনি শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সহমত ব্যক্ত করে বলেন, সংশোধিত আকারে ডিপিপি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাধ্যমে মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। আগামী ২৮ জানুয়ারি মন্ত্রণালয়ের সভায় আর্থিক বরাদ্দ অনুমোদনের সম্ভাবনা রয়েছে। বরাদ্দ পেলেই আমরা সকলের সহযোগীতায় স্থায়ী ক্যাম্পাস নির্মানের প্রক্রিয়া শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, শাহজাদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, বিভিন্ন সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা শাহজাদপুর বেশ কয়েকদিন ধরে মানববন্ধন,বিক্ষোভ মিছিল, মহাসড়ক অবরোধ বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। তাই শাহজাদপুর শহর এখন যেন উত্তাল।
মন্তব্য করুন