মির্জাপুরে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন সাঈদ সোহরাব
মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধি
৩১ জানুয়ারি (শুক্রবার) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের আটিয়া মামুদপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজের পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব উপস্থিত মুসল্লিদের কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া কামনা করেন। তিনি আনাইতারা ইউনিয়নবাসীর পাশে সবসময় আছেন বলে জানান। জুম্মার নামাজ শেষে নির্মানাধীন আটিয়া মামুদপুর হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করেন এবং আর্থিক সহায়তা করেন। এরপর মামুদপুর উত্তর পাড়া মার্কেটে সাংবাদিক মোঃ রুবেল মিয়ার ব্যক্তিগত অফিসে আয়োজিত মধ্যাহ্ন ভোজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে অংশগ্রহণ করেন। এসময় তার সাথে ছিলেন, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি, সাবেক বিআরডিবির চেয়ারম্যান হাজী সোরহাব, মির্জাপুর উপজেলা বিএনপির সদস্য ফেরদৌসুর রহমান, আনাইতারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম জজ, টাঙ্গাইল জেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য হাসান লিটন, গোড়াই ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শপথ, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক মোঃ রয়েল, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ দুলাল মিয়া, সদস্য সচিব মোহাম্মদ নাজমুল হোসেন,মাহবুবুর রহমান পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক. সাজ্জাদ হোসেন দিপু পৌর বিনপির যুগ্ম সাধারণ সম্পাদক. মোঃ মান্নান খান (মান্না) আহবায়ক পৌর কৃষক দল. সোলায়মান শেখ সদস্য সচিব পৌর কৃষক দল, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ সিদ্দিকুর রহমান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ মনজুর রহমান মজনু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আবু রায়হান, উপজেলা যুবদল নেতা হারিজ মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন