আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
মাহবুবুর রহমান সানি
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আজ (২ ফেব্রুয়ারি) সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকাল ৯টা ১২ মিনিটে শুরু হয়ে ৯টা ৩৫ মিনিটে শেষ হওয়া এই মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি ও কাকরাইল মসজিদের খতিব মাওলানা জুবায়ের আহমেদ।
লাখো মুসল্লি মোনাজাতে অংশ নেন এবং আল্লাহর দরবারে রহমত, মাগফিরাত ও কল্যাণ কামনা করেন। মুসলিম উম্মাহর ঐক্য ও বিশ্ব শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়। দেশ-বিদেশ থেকে আসা মুসল্লিদের কান্নায় পুরো ইজতেমা ময়দান এক আবেগঘন পরিবেশে পরিণত হয়।
আখেরি মোনাজাত নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। শনিবার রাত ১২টা থেকে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল, যাতে ইজতেমা নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়।
মোনাজাত শেষে মুসল্লিরা ধীরে ধীরে ইজতেমা ময়দান ছাড়তে শুরু করেন। তবে এবারের ইজতেমায় বার্ধক্যজনিত অসুস্থতা ও শ্বাসকষ্টের কারণে কয়েকজন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে।
আগামীকাল (৩ ফেব্রুয়ারি) বাদ মাগরিব দ্বিতীয় ধাপ শুরু হবে, যা ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এরপর ১৪ ফেব্রুয়ারি থেকে মাওলানা সাদ কান্ধালভীর অনুসারীদের তত্ত্বাবধানে দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
বিশ্ব ইজতেমার সূচনা হয়েছিল ১৯৪৬ সালে ঢাকার কাকরাইল মসজিদে। মুসল্লির সংখ্যা বাড়তে থাকায় ১৯৬৭ সাল থেকে এটি টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয়ে আসছে। এটি হজের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ হিসেবে পরিচিত।
মন্তব্য করুন