বাংলাদেশ স্কাউটস মির্জাপুর ত্রিবার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত।
প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল।
অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে সম্পূর্ণ হলো বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উপজেলার ত্রিবার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত । ৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকা হতে মির্জাপুর উপজেলা পরিষদের হল রুমে স্কাউটস কাউন্সিল সংক্রান্ত এবং ভোট গ্রহণ সংক্রান্ত আলোচনা সভা বক্তব্য অনুষ্ঠিত হয় । এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবি এ ম আরিফুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তা কাউন্সিলর ভোট প্রার্থীরা এ সময় উপস্থিত ছিলেন । পরে দোতলায় শুরু হয় ভোট গ্রহণ । বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উপজেলা শাখার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৪৬ জন । এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ভোটার সংখ্যা ২৬২ মাধ্যমিক স্কুল মাদ্রাসা মিলে ৮৪ ভোট। কমিশনার, কোষাধ্যক্ষ ,যুগ্ম সম্পাদক তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা হয় । প্রাপ্ত ভোটের ফলাফলে কমিশনার পদে মোঃ শাহিনুর রহমান খান ১৩২ ভোট পেয়ে নির্বাচিত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জসিম উদ্দিন পেয়েছেন ৭৭ ভোট। কোষাধ্যক্ষ পদে মোঃ ফরহাদ হোসেন ১৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও রফিকুল ইসলাম পেয়েছেন ৭৫ ভোট । যুগ্ম সম্পাদক পদে সেলিম আল মামুন ১২১ ভোট পেয়ে বিজয়ী তার নিকটতম প্রার্থী মোয়াজেম হোসেন পেয়েছেন ৭৫ ভোট।।
সম্পাদক পদে আজহারুল ইসলাম, সহ-সভাপতি পদে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। মোঃ নজরুল ইসলাম , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস, রানাশাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, গোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কবিতা রায়, মারিশন কামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন । উপজেলা নির্বাহী অফিসার হলেন সভাপতি স্কাউটস পদাধিকারবলে । বাংলাদেশ স্কাউটস মির্জাপুর ত্রিবার্ষিক কাউন্সিল ২০২৫ নির্বাচনে প্রীজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী ।
মন্তব্য করুন