শ্রীপুরে যুবদল নেতার নেতৃত্বে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনমনে আতঙ্ক
স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলার এমসি বাজার ও আশপাশের এলাকায় শতাধিক লোক রাম দা হাতে নিয়ে ঘণ্টাব্যাপী এই মহড়া চালায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শতাধিক ব্যক্তি মুখে গামছা বেঁধে, হাতে ধারালো অস্ত্র নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এর আগে জাহাঙ্গীর আলম পিন্টু ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় হ্যান্ড মাইকের মাধ্যমে চাঁদাবাজি করেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন দৌড়াদৌড়ি শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাঙ্গীরের নেতৃত্বে মুখোশধারী সশস্ত্র ব্যক্তিরা পথচারীদের মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ বলেন, “দল থেকে এমন অপ্রীতিকর ঘটনা এড়ানোর আহ্বান জানানো হয়েছে। তার অপরাধের বিষয়ে দল অবশ্যই ব্যবস্থা নেবে।”
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।”
এছাড়া, “সময়ের কণ্ঠস্বর” শ্রীপুর উপজেলা প্রতিনিধি , ঘটনাস্থলে গোপনে ভিডিও ধারণ করার সময় মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে ।
মন্তব্য করুন