শ্রীপুরে জাহিদ জুয়েলার্সে চুরি, কর্মচা এড
স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর বাজারে অবস্থিত জাহিদ জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানের মালিক মো. জাহিদুল ইসলাম জানিয়েছেন, তার দোকান থেকে ৩২০ ভরি রুপার অলংকার চুরি হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৫ লক্ষ ১২ হাজার টাকা।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১টা ৩০ মিনিটে দোকানের কর্মচারী আইজুল ইসলাম (পিতা: রবি মিয়া, গ্রাম: কড়ইতলা, উপজেলা: নান্দাইল) শোকেসের তালা ভেঙে অলংকার চুরি করে এবং শপিং ব্যাগে মালামাল ভরে দ্রুত পালিয়ে যায়।
ব্যবসায়ী জাহিদুল ইসলাম জানান, ২৬ ফেব্রুয়ারি রাত ১০টা ৩০ মিনিটের দিকে তিনি দোকান বন্ধ করেন এবং কর্মচারী আইজুল ইসলামকে দোকানে রেখে যান। কিন্তু পরদিন সকালে এসে দেখেন, ক্যাশবাক্স ফাঁকা এবং শোকেসের তালা ভাঙা। পরে সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হন যে, আইজুল ইসলামই এই চুরির সঙ্গে জড়িত।
শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “অভিযোগ পেয়েছি, সিসিটিভি ফুটেজ যাচাই করে তদন্ত চলছে। দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনার পর নয়নপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দোকানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন