শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইমন হোসেন
সিরাজগঞ্জ প্রতিনিধি
জাতীয়তাবাদী ছাত্রদল সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাংগঠনিক সম্পাদক হিসাবে মনোনিত হয়েছেন শাহজাদপুর উপজেলা বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ ইমন হাসান । এ কমিটির অন্যান্যরা হলেন, সভাপতি পদে মনোনিত হয়েছেন মো: সাব্বির হোসেন, সহ সভাপতি মো: সাইমুন হোসেন, সাধারণ সম্পাদ আব্দুল্লাহ আল সাফায়েত আদিব সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: রিপন হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: ইমন হোসেন, দপ্তর সম্পাদক মো: সামিউল ইসলাম সিয়াম প্রচার সম্পাদক ইমরান বাদশা। সিরাজগঞ্জ জেলা ছাত্রদল গত ২৬ ফেব্রুয়ারি এ কমিটির অনুমোদন দিয়েছেন। সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই পত্রে আগামী ২১দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) দুপুরে এ চিঠি হাতে পেয়ে শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীরা নতুন কমিটির সবাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে আনন্দ মিছিল ও উল্লাস করেন। নব গঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ইমন হাসান উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে বলেন, বিগত দিনে আমরা এই কলেজে সে ভাবে কাজ করতে পারিনি। আমাদের বাধা দেওয়া হয়েছে। এখন থেকে ছাত্রদের অধিকার আদায়ে সর্বদা সকলকে সাথে নিয়ে সব কাজ করবো। তিনি বলেন, আমরা আমাদের নীতির বিষয়ে সর্বদা অটল থাকব। শহীদ জিয়ার আদর্শ নিয়ে বেগম খালেজা জিয়ার হাতকে শক্তিশালী করব। সবাইকে সাথে নিয়ে যে ভাবে বৈষম্য বিরোধী আন্দোলন করে ফ্যাসিষ্ট হাসিনাকে পতন ঘটিয়েছি, ঠিক সেই ভাবেই সকল অন্যায় দূর করে ন্যায় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করব এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করব।
মন্তব্য করুন