উত্তরা-গাজীপুর র্যাপিড ট্রানজিটে বেপরোয়া যানবাহন, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মো: মাহবুবুর রহমান (সানি)
রাজধানীর উত্তরা থেকে গাজীপুর র্যাপিড ট্রানজিট (BRT) সড়কে নিয়মশৃঙ্খলা না মেনে বেপরোয়া গতিতে চলছে প্রাইভেট কার, বাস ও সিএনজি। সিগনালবিহীন এই সড়কে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, যা জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
আজ (৬ মার্চ) সকাল ৯টা ১৭ মিনিটে আব্দুল্লাহপুর ফ্লাইওভারে অনাবিল বাস ও গাজীপুর পরিবহনের দুটি বাসের মধ্যে সংঘর্ষের আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়। দ্রুতগতির কারণে একে অপরকে ওভারটেক করতে গিয়ে প্রায় দুর্ঘটনার মুখে পড়ে বাস দুটি। এ ঘটনার পর দুই বাসের চালক ও সহকারীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতির পর্যায়ে গড়ানোর উপক্রম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, র্যাপিড ট্রানজিট সড়কটি নির্ধারিত নিয়ম মেনে পরিচালিত না হওয়ায় যানবাহনের মধ্যে প্রতিযোগিতা এবং বিশৃঙ্খলা প্রতিনিয়তই বাড়ছে। চালকদের বেপরোয়া মনোভাবের কারণে যাত্রী ও পথচারীদের ঝুঁকির মুখে পড়তে হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, সড়কটিতে কড়াকড়ি ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় চালকরা স্বেচ্ছাচারী হয়ে উঠছেন। নিয়মিত ট্রাফিক মনিটরিং, কঠোর শৃঙ্খলা ও আইন প্রয়োগের মাধ্যমে এই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ না করলে ভয়াবহ দুর্ঘটনা অনিবার্য হয়ে উঠতে পারে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও পথচারীরা।
মন্তব্য করুন