শ্রীপুরে বিএনপির বহিষ্কৃত নেতার নেতৃত্বে মাছের বাজারে হামলা ও লুটপাটের অভিযোগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় মাছের বাজারে হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিএনপির কৃষকদলের বহিষ্কৃত নেতা আবুল কালাম আজাদের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল বাজারে এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, হামলাকারীরা বাজারে প্রবেশ করে দোকানপাট ভাঙচুর করে এবং নগদ অর্থ লুটপাট করে নিয়ে যায়। তারা আরও অভিযোগ করেন, আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের নতুন একটি বাজারে যেতে বাধ্য করছেন। কিন্তু তারা সেখানে যেতে রাজি না হওয়ায় একাধিকবার ভয়ভীতি ও হামলার শিকার হচ্ছেন।
একজন ব্যবসায়ী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করে আসছি। কিন্তু জোর করে আমাদের নতুন বাজারে নিতে চাচ্ছে। আমরা রাজি না হওয়ায় আমাদের উপর হামলা চালানো হয়েছে। নগদ টাকা নিয়ে গেছে, দোকানও ভেঙে দিয়েছে।”
এ বিষয়ে অভিযুক্ত আবুল কালাম আজাদকে পাওয়া না গেলেও, তার ছেলে ঘটনাটি অস্বীকার করেছেন।
মন্তব্য করুন