ধর্ষণের বিচার দ্রুত ও প্রকাশ্যে করার দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। শনিবার (৮ মার্চ) টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধনে এ কথা বলেন সংগঠনটির নেতারা।
শিক্ষার্থীরা বলেন, ধর্ষিতা বিছানায় কাতরালেও ধর্ষণকারী বাহিরে ঘুরে বেড়ায়। রাষ্ট্র কোনো কার্যকর পদক্ষেপ না নেয়াতেই ধর্ষণকারীরা সাহস পাচ্ছে। পোশাক কখনও ধর্ষণের কারণ হতে পারে না বলেও মন্তব্য করেন তারা।
তারা আরও বলেন, তনু থেকে শুরু করে সকল ধর্ষণের বিচার করতে হবে। জড়িতদের বিচার প্রকাশ্যে করতে হবে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বানও জানান তারা।
মন্তব্য করুন