টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মাহবুব সানি স্টাফ রিপোর্টার
পবিত্র মাহে রমজান উপলক্ষে টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে ইমাম, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ মার্চ টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ মাঠে এই মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন শেখ মোহাম্মদ আলেক সাবেক কাউন্সিলর ৫৪ নং ওয়ার্ড,গাজীপুর সিটি কর্পোরেশন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আহবায়ক গাজীপুর মহানগর বি,এনপি আলহাজ্ব সালাউদ্দিন সরকার । ইফতার করেন গাজীপুর মহানগরও সিনিয়র নেতৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা।
আলোচনা সভায় বক্তারা ইসলামের শিক্ষা, রমজানের গুরুত্ব এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপির স্থানীয় ও মহানগর কমিটির নেতারা, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর সকলের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।
মন্তব্য করুন