জব্দ বাঁচতে পুলিশ কে ঝুলিয়ে নিলো এক কিলোমিটার
গাজীপুর প্রতিনিধি
অটো ধরেছে দেখে পুলিশ কে টেনে নিয়ে যাচ্ছে, ভাই থামান থামান বলতেছেন ভিডিও করতে থাকা অটোরিক্সার এক যাত্রী।
এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমএ ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে একজন পুলিশ সদস্য ইউনিফর্ম পরিধান অবস্থায় অটোরিক্সার একটি অংশ ধরে ঝুলছেন।অটোরিক্সায় থাকা পিছনে কয়েক যাত্রী অটো চালককে অনুরোধ করলেও চালক অটো থামাননি , উল্টো গতি আরো বাড়িয়ে দেন, ভিডিওতে দেখা যায় পুলিশ সদস্য অটোরিক্সার একটি অংশ ধরে ঝুলছেন, তার পাশ দিয়েই বিভিন্ন ধরনের যানবাহন যাচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পর জ্যামে আটকে পরেন অটোরিক্সা চালক,পরে স্থানীয় মানুষ পুলিশ সদস্য সহ অটোরিক্সায় থাকা যাত্রীরা মিলে অটো চালক কে আটক করেন।
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের আহমেদ আলীর সন্তানঅটো চালক জনি আহমেদ (২৪) ।
ভুক্তভোগী পুলিশ সদস্যের নাম কমল দাস, তিনি মাওনা হাইওয়ে থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সদস্য কমল দাস জানন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিয়মিত থ্রী হুইলার অটোরিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছি। আজ জৈনা বাজার এলাকায় একটি অটোরিক্সা যাত্রী নিয়ে আসেন, তাকে থামানোর জন্য সিগন্যাল দেই। থামানোর পর চাবি নিতে গেলেই তিন সঙ্গে সঙ্গেই চালাতে শুরু করেন, আমি অটোরিক্সায় উঠার চেষ্টা করলে তিনি অটোরিক্সার গতি বাড়িয়ে দেন, আমি জীবনের ঝুঁকি নিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
মাওনা হাইওয়ে থানার এসআই জুয়েল বলেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অটোরিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করার সময় একটি যাত্রী সহ অটোরিক্সা আসলে কনস্টেবল কমল দাস তাকে আটক করতে যান ।চাবি নিতেই অটোরিক্সা চালক গতি বাড়িয়ে দেন , কনস্টেবল ঝুলে থাকতে দেখে আমরা পিছু করতে থাকি এবং এক পর্যায়ে অটোরিক্সা থামলে জনতা সহ অটো চালক কে আটক করতে সক্ষম হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আইয়ূব আলী জানান ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পার্শ্ববর্তী ভালুকা উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া এলাকা থেকে অটো চালক কে আটক করা হয়েছে। এবং অটোরিক্সা টি জব্দ করা হয়েছে।এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন