শ্রীপুরে দাঁড়িয়ে আছে শহীদ আবু সাঈদের প্রতিকৃতি
স্টাফ রিপোর্টার গাজীপুর
গাজীপুরের শ্রীপুর উপজেলায় কৃষক এনামুল হক অভিনব উদ্যোগে দাঁড় করিয়েছেন শহীদ আবু সাঈদের প্রতিকৃতি। ২০২৪ সালের কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের শহীদ আবু সাঈদের স্মৃতিকে চিরকাল ধরে রাখতে শ্রীপুরের ফসলি মাঠে বেগুনী এবং সবুজ ধানের মিশ্রণে ফুটিয়ে তোলা হয়েছে তার প্রতিকৃতি।
তেলিহাটি ইউনিয়নের টেংরা বাজার এলাকার বিস্তীর্ণ ধানখেতে কৃষক এনামুল হক প্রথমে সুতা দিয়ে আবু সাঈদের অবয়ব তৈরি করেন এবং তারপর সেই গঠন অনুযায়ী, বেগুনী ও সবুজ ধান রোপণ করে আকৃতি ফুটিয়ে তোলেন।
এই শস্যচিত্রটি সড়ক থেকে স্পষ্ট দেখা যায় এবং প্রায়ই দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে এই চিত্রটি দেখছেন। সবুজ ধানের জমিতে দাঁড়িয়ে যেন আবু সাঈদ তার হাত প্রসারিত করে, বিভিন্ন দাবি ও অন্যায়ের বিরুদ্ধে তার সংগ্রামের দৃশ্য উপস্থাপন করছেন।
কৃষক এনামুল হক জানালেন, তিনি প্রতিবছর কিছু নতুন ও ব্যতিক্রমী শস্যচিত্র তৈরি করে আলোচনায় আসেন। এর আগেও তিনি ‘মা’ শব্দের চিত্র, বাংলাদেশের জাতীয় পতাকা এবং মানবদেহের হৃদপিণ্ডের চিত্র শস্যচিত্রে ফুটিয়ে তুলেছিলেন। এবছর তিনি শহীদ আবু সাঈদের প্রতিকৃতি শস্যচিত্রে ফুটিয়ে তুলেছেন।
দর্শনার্থীরা এই চিত্রটি দেখে প্রশংসা করেছেন এবং বলেছেন, “এটি সত্যিই একটি চমৎকার উদ্যোগ। পথচলতি লোকেরা যখন শস্যচিত্রটি দেখে, তখন মনে হয় যেন আবু সাঈদ আমাদের সকল দাবি নিয়ে দাঁড়িয়ে আছেন।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা বলেন, “এনামুল হক প্রতিবছরই শস্যচিত্রের মাধ্যমে সৃজনশীলতা দেখিয়ে আমাদের কাছে পরিচিত হচ্ছেন। শহীদ আবু সাঈদের প্রতিকৃতিটি সত্যিই প্রশংসনীয়। কৃষি শুধু খাদ্য উৎপাদন নয়, এটি সৃজনশীলতার ক্ষেত্রও। আমরা এনামুল হককে সাধুবাদ জানাই।”
এনামুল হকের এই উদ্যোগ স্থানীয় জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে এবং এটি শ্রীপুরে একটি বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।
মন্তব্য করুন