বাতিকুড়া সামাজিক উন্নয়ন সংগঠন অফিস উদ্বোধন করেন ছাত্রদল নেতা রাজিব
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ফুলপুর উপজেলা , ৫নং ফুলপুর সদর ইউনিয়নের,৭নং ওয়ার্ডে (২০ ডিসেম্বর) শুকবার সন্ধায় বাতিকুড়া সামাজিক উন্নয়ন সংগঠনের অফিস উদ্বোধন করেন ময়মনসিংহের উত্তর জেলা ছাত্রদলের নেতা রাজিবুল হক রাজিব।
এসময় ছাত্রদলের নেতা রাজিবুল হক রাজিব বলেন. কোনো সমাজের গতি-প্রকৃতি কেমন হবে তা নির্ভর করে ওই সমাজের যুবক বা তরুণদের মানসিকতা কীভাবে বেড়ে উঠছে। আমরা মনে করি দুর্বার সামাজিক স্বেচ্ছাসেবক সংগঠন একটি সামাজিক সংগঠন হিসাবে সেতুবন্ধনের কাজ করবে ।
আমাদের ভুলে গেলে চলবে না, সামাজিক সংগঠন মূলত সমাজ নিয়ে কাজ করে; সমাজের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের উন্নয়ন, প্রচার-প্রসার এবং সমাজে নতুন কিছু উদ্ভাবনের জন্য এ সংগঠন কাজ করবে । এসব কাজের সঙ্গে তরুণরা যুক্ত থাকলে তারা কোনো অপকর্মে লিপ্ত হওয়ার সময় পাবে না ।
এসময় আরো উপস্থিত ছিলেন , ফুলপুর ৫নং সদর ইউনিয়নের ,বাতিকুড়া সামাজিক উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব হুমায়ূন কবির ও
মাসুম,সুমন,আদনান,সাগর,বাবু,মাওলানা জিয়াউল হক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল।
মন্তব্য করুন