শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছ
স্টাফ রিপোর্টার
শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
২১ ডিসেম্বর শনিবার গাজীপুরের শ্রীপুর পৌর ৫ ওয়ার্ড আবুল প্রধান প্রি-ক্যডেট এন্ড হাই স্কুল মাঠে
দিন ব্যপী অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু।
শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন প্রধানের সভাপতিত্বে ও শামীম মাস্টার মডেল একাডেমির পরিচালক শামীম আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক অতিরিক্ত সচিব মাহমুদুল হাসান মকুল, উপজেলা মাধ্যমিকমাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম ফরহাদ মিয়া।
উপদেষ্টা মাহতাব উদ্দিন,মিস্টার আনোয়ার হোসেন , সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ মিলন। উক্ত এসোসিয়েশনের উপদেষ্টা,অধ্যাপক রফিকুল ইসলাম আলহাজ্ব আফরোজা বুলবুল, শাহীন সুলতানা, হারুনুর রশিদ ফরাজী, মুক্তার হোসেন সরদার, মিজানুর রহমান, এডভোকেট জহিরুল ইসলাম, অ্যাডভোকেট বকুল মিয়া বক্তব্য রাখেন।
এ সময় শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নবগঠিত কমিটির সকল সদস্য, শ্রীপুর উপজেলার বিভিন্ন কিন্ডার গার্ডেনের প্রধান সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন