শ্রীপুরে বেড়েছে চুরির উপদ্রব, সজিব জুয়েলার্সের তালা ভেঙে ৫ লাখ টাকার স্বর্ণালংকার চ
স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুর উপজেলার সজিব জুয়েলার্স শপ থেকে ৫ লাখ টাকা মূল্যের স্বর্ণ ও রূপা চুরি হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল ৬ জানুয়ারি রাতে এই চুরির ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় পুলিশ প্রশাসন। চোরেরা দোকানটির তালা ভেঙে এর ভিতর থেকে স্বর্ণ, রূপা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।
স্থানীয়রা জানান , উপজেলার কেওয়া পূর্ব খন্ড এলাকায় ফুলবানু প্লাজায় সজিব জুয়েলার্স শপ থেকে এ ঘটনা ঘটে । দোকানে কর্মরত সিরনজিৎ পাত্র ৭ জানুয়ারি সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে দোকান খুলতে এসে দেখেন দোকানের সাটারের তালা কাটা ,তা দেখেই তিনি দোকান মালিক শ্রী সজল চন্দ্র দেবনাথ কে জানান, দোকান মালিক ঘটনাস্থলে পৌঁছে দেখে তারা কাটা দোকানের ভিতরে এলোমেলো অবস্থায় সব কিছু পরে আছে।
সজিব জুয়েলার্সের মালিক শ্রী সজল চন্দ্র দেবনাথ জানান রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর তারা দোকানের বক্স এবং কাউন্টার থেকে ৫ লাখ টাকার মূল্যবান স্বর্ণালংকার এবং রূপার গহনা চুরি করে পালিয়ে যায়।
দোকান মালিক জানায়, দোকানটি এলাকায় বেশ পরিচিত ছিল এবং এর নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল, তবে চোরেরা কিছু প্রযুক্তিগত কৌশল ব্যবহার করে চুরির ঘটনা ঘটিয়েছে। মালিক আরও জানান, ঘটনার পরপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন এবং তিনি ক্ষতির পরিমাণ হিসাব করতে চেষ্টা করছেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্বর্ণের নাকফুল (২০০) টি, রুপার বেচলাইট ( ২৪ ) টি,,রুপার আংটি,বেচলাইট ,বেংগল পায়ের আংটি, স্বর্ণের আংটি (৬ ) নথ (৬) , সোনার বালা ( ৪) রুপার চেন (২৪) ইত্যাদি ছিলো।
শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান “চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে
মন্তব্য করুন