অমৃতের স্বাদ মিটাব বিষ পানে
আলমগীর খান
এই সুন্দর পৃথিবীতে তুমি এসেছ কাজল-নয়না হরিণী হয়ে
পৃথিবীর সকল সৌন্দর্য উপভোগ করা তোমার ন্যায্য অধিকার।
তোমার সৌন্দর্য যেমন পৃথিবী গ্রহণ করবে,
তেমনি ভাবে তুমিও পৃথিবীর সৌন্দর্য উপভোগের করবে:
এই পৃথিবীকে তুমি যতটা দেবে ঠিক তেমনিভাবে পৃথিবীও তোমাকে ততটা ফিরিয়ে দেবে।
কী অপূর্ব অপরূপ মৌন-চেতনা তোমার
যা অন্ধ-বন্ধনে বন্ধুত্বের ভালোবাসায় সমাদৃত
ঝর্ণাধারার মতো বহমান
অনন্তের দিকে!
তুমি সত্যি সত্যিই সোনালী ডানার শঙ্খচিল
উড়ে বেড়াবে নীল আসমান থেকে ঊর্ধ্ব আসমানে
কালো মেঘ অন্ধকারের ছায়া তোমায় ছুঁতে পারবে না কখনো।
তুমি যে বসন্তের রানী
শরৎ হেমন্ত তোমার স্বর্গ নিবাস;
রবি ঠাকুরের বসন্তবন্দনায় একটা পঙক্তি লেখা আছে:
সুখে আছে যারা সুখে থাক তারা সুখেরই বসন্তে সুখী হোক সারা;
আমি না হয় অমৃতের স্বাদ মিটাব বিষ পান করে জলহীন খেয়াঘাটে ।
মন্তব্য করুন